মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : পুজামন্ডপ পরিদর্শনে যাওয়া দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি বহরে হামলা ও গুলিবর্ষনের ঘটনায় অভিযোগে গ্রেফতার একই উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান মেম্বারের (৪০) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ অক্টোবর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী আব্বাস উদ্দিন এ আদেশ দেন। এর আগে গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাতদিনের রিমান্ডের আবেদন করেন।
শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় দাউদকান্দি উপজেলার গৌরিপুর পশ্চিম বাজার সংলগ্ন রাজধানী বেকারি’র গলির পাশের নতুন ভবনের একটি বাসা থেকে অনৈতিক কাজে জড়িত থাকা সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে গৌরিপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
বিষয়টি দেবীদ্বার থানা পুলিশকে অবহিত করলে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার উপপরিদর্শক(এসআই) নাজমুল হাসান একদল পুলিশ নিয়ে আনিসুর রহমানকে দেবীদ্বার থানায় নিয়ে যান। পরে নিরাপত্তাহীনতায় কারণে তাকে দেবীদ্বার থানা থেকে জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান (পিপিএম বার) নির্দেশে কুমিল্লা সদর দক্ষিণ থানা হাজতে রাতেই তাকে স্থানান্তরিত করা হয়।
আটক মো.আনিসুর রহমান উপজেলার রসুলপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে জাতীয়তাবাদী যুবদল রসুলপুর ইউনিয়ন কমিটির সভাপতি। আনিসুর রহমান গত ইউপি নির্বাচনে সদস্যপদেও নির্বাচিত হন। আনিসুর রহমান এলাকার আন্ত:জেলা মাদক (ইয়াবা, ফেন্সিডিল) চোরাচালানী চক্রের অন্যতম সদস্য হিসেবেও পুলিশের তালিকায় তার নাম রয়েছে। মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল থেকে ছাড়া পেয়ে আনিস এলাকায় একজন ত্রাস হিসেবেও পরিচিত ।
উল্লেখ্য গত ৩ অক্টোবর রাতে পুজামন্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের গাড়ি বহরে হামলা, গুলিবর্ষণের ঘটনায় গত ৫ অক্টোবর রাত সাড়ে ৯টায় দেবীদ্বার থানায় উপজেলার আশরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৬, তাং- ০৫/১০/২০২২ইং।
এ মামলায় এজহারভুক্ত তালিকায় ২নং অভিযুক্ত আনিসুর রহমান(৪০)। এজহারভুক্ত অন্যান্যরা হলেন, সেচ্ছাসেবক লীগ উপজেলার সাধারন সম্পাদক মো. সাদ্দাম হোসেন(৩৭), আমিনুল ইসলাম সুমন(৩৩), জহিরুল ইসলাম(৩৮), ওমর ফারুক(৩৬), জামিউর রহমান(২৬), আহাম্মেদ শুভ(২৪), মো. নিশান মিয়া(২৪), নুরুন্নবী(২৪)সহ আরো অজ্ঞাত ৪০-৫০ জন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক এসআই নাজমুল হোসেন সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply