মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবন ফিরোজায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই রোডের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেনের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি এই সংবাদ শুনেছেন। বিষয়টি আরো পরিস্কার হতে ম্যাডামের বাসার সামনে লোক পাঠানো হয়েছে।
Leave a Reply