মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : কুমিল্লার দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন শেষে তা প্রকাশের তিন দিন পর কেন্দ্রের নির্ধারিত নেতাদের নিয়ে সমন্বয় না করে পূনাঙ্গ কমিটি গঠনসহ আরো নানা অভিযোগে ৬৫ জনের পদ স্থগিত করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ।
গত বৃহস্পতিবার কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানাযায়, গত ২ সেপ্টেম্বর ২০২২ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদকসহ কয়েকটি পদে নেতা নির্বাচিত হয় এবং পূর্ণাঙ্গ কার্য্যনির্বাহী কমিটি করার জন্য স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, জেলা সাধারন সম্পাদক, নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক, বিদায়ী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ মোট ৭ জনকে দায়িত্ব প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। কিন্তু তারা কোন সমন্বয় না করে গত ১৫ জানুয়ারী জেলা আওয়ামীলীগের সভাপতিকে মিথ্যা তথ্য দিয়ে একক সিদ্ধান্তে একটি কমিটি অনুমোদন করিয়ে নেন।
বিজ্ঞপ্তির তথ্যমতে ৭ জনের মধ্যে ৫ জনই সমন্বয়হীনতার কথা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর অভিযোগ দাখিল করলে জেলা আওয়ামী লীগের সভাপতি তৎক্ষনাত দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের কার্য্যনির্বাহী কমিটি প্রকাশ না করার জন্য মৌখিকভাবে নির্দেশনা প্রদান করার পরও গত ২৩ জানুয়ারী সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কমিটি প্রকাশ করে দেন। ফেসবুকে এ কমিটি প্রকাশ হওয়ার পর স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃনমূল কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয় এবং এলাকায় কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরায় সম্মেলনে নির্বাচিত ৬ জন নেতৃবৃন্দের পদ ব্যতিত প্রকাশিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সকল পদ স্থগিত করা হয়।
জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ম. রুহুল আমীন বলেন, সম্মেলনের নির্দেশনা অনুযায়ী ৭ সদস্যের সমন্বয়ে কমিটি ঘোষণা করার কথা। এখানে ৫ সদস্যের সাথে কমিটির বিষয়ে কোন সমন্বয় করা হয়নি এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এ কমিটি স্থগিত করা হয়েছে।
ঘোষিত কমিটি স্থগিতের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. সাইফুল ইসলাম রাজীব বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে স্থগিতাদেশের চিঠি ইস্যু করেছি।
দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনে আমার সাথে কেন, এমপিসহ ৭ সদস্যের মধ্যে ৫ সদস্যের কারোর সাথে কোন সমন্বয় করা হয়নি। জেলা সাধারণ সম্পাদকের পছন্দের লোকজনকে দিয়েই কমিটি গঠন করা হয়েছে।
এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।
এব্যাপারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার বলেন, জেলা কমিটির সভাপতি- সাধারণ সম্পাক কর্তৃক স্বাক্ষরিত অনুমোদিত কমিটি জেলা দফতর সম্পাদক স্থগিত করে দেয়ার এখতিয়ার নেই। তিনি অর্থের বিনিময়ে এ স্থগিতের ঘোষণা দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেছেন। কমিটিতে যাদের রাখা হয়েছে সবাই ত্যাগী এবং স্বচ্ছ ও জয় বাংলা-ধানের শীষ মার্কা লোকদের কমিটিতে রাখা হয়নি।
যাদের পদ স্থগিত রাখা হয়েছে তারা হলেন- সহ-সভাপতি পদে অধ্যক্ষ মো. আবদুল্লাহ মাসুদ পাখি, মো. মোসলেহ উদ্দিন মাস্টার, আনোয়ার হোসেন খোকন, মো. মফিজুল ইসলাম দুলাল, মো. আবদুল জলিল চৌধুরী, মো. লুৎফর রহমান বাবুল, মো. আবদুলল কুদ্দুছ, মো. সামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মিজানুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলী আশরাফ, দফতর সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট এনামুল হক মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী মো, মোসলেহ উদ্দিন ভূইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট নাজমা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবদুস সালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আবদুল কাইয়ুম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শাহাৎ হোসেন শিমুল, শ্রম সম্পাদক সুজিত কুমার পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মামুন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মো. মোস্তাফিজুর রহমান সরকার, মো. মীর্জা বাহাদুর, সহ দফতর সম্পাদক ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন আহমেদ বাহার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোরশেদ আলম খান ও কোষাদক্ষ মো. মহিউদ্দিন মিঠু। এছাড়া ৩৪ জনকে এ কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রাখা হয়েছে।
উল্লেখ্য- গত বছরের ২ সেপ্টেম্বর দীর্ঘ ২৬ বছর পর দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আংশিক কমিটিতে একেএম সফিউদ্দিন সফিকে সভাপতি, একেএম মনিরুজ্জামান মাস্টারকে সিনিয়র সহ-সভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক, অধ্যক্ষ হুমায়ুন কবির ও এজাজ মাহমুদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবদুল মতিন সরকারকে সিনিয়র সদস্য করা হয়েছে।
Leave a Reply