মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী : অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এবং চোরাচালান পণ্য আটকে দেশ সেরা হয়েছে কুমিল্লা জেলা পুলিশ। এ তিন ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য পুলিশ দেশ সেরা এই অর্জনে পুরস্কার ও সম্মাননা পেয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ২২ সালের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ২০২২ সালে কুমিল্লা জেলায় ১৮টি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের মাধ্যমে মোট ২হাজার ১২৯টি মাদকের মামলা দায়ের করা হয়েছে। সাধারণ ডায়েরি হয়েছে ১৩টি। এসব মামলায় মোট গ্রেফতার আসামির সংখ্যা ২ হাজার ৬শ ১ জন। মোট ১৮ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৮৭০ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, জেলার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, ইস্কাপ সিরাপসহ নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এক বছরে ৮ হাজার ৬শ ৯৯ কেজি ৬৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ২১ হাজার ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ লাখ ২১ হাজার ৫২৯ পিস ইয়াবা আটক করা হয়েছে। এছাড়া বিদেশি মদ বিয়ার, বিভিন্ন নেশাজাতীয় সিরাপও আটক করা হয়।
শুক্রবার (৬ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, কুমিল্লা জেলা পুলিশের জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয়। এ সম্মাননা অর্জনের জন্য কুমিল্লা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যের অবদান রয়েছে। তাদের নিষ্ঠা ও কাজের প্রতি একাগ্রতা জেলা পুলিশকে সম্মানিত করেছে।
Leave a Reply