নিজস্ব প্রতিবেদক: জীবনে কখনই কোনভাবেই কোন ব্যক্তি বা কোন বিষয়কে বিশ্বাস করা উচিত না! কেন বলছি, তা নিয়ে একটু ভেঙ্গে বলতে চাই।
বিশ্বাস বিষয়টাই পুরোটাই বাতাস কিংবা গুজবের সঙ্গে তুলনা করতে পারেন। এই অস্তিত্ব আছে তো, একটু পরে নেই-অদ্ভুত না? বিশ্বাস বিষয়টি পুরোপুরি জৈবিক একটা অপ্রাকৃত ধারণা, যার গাণিতিক কিংবা আর্থিক অবস্থান দর্শনগতভাবে শূণ্য বলা যায়।
মানুষে বিশ্বাস হারানো পাপ, মানুষকে বিশ্বাস করবেন-এসব আসলে দুর্বল কিংবা আপেক্ষিক একটা ধারণা। নিজের ওপর বিশ্বাস, নিজের কাজের ওপর বিশ্বাস, নিজের আগ্রহ বা কাজ শেখার প্রবণতা আপনার উপর অন্যদের বিশ্বাস বাড়িয়ে দেবে। জীবনে ট্রাস্ট বিষয়টা গভীর হয় যখন আপনি খুব বেশি ম্যাথমেটিক্যাল হবেন। মানুষ মানেই বিশ্বাস বিষয়টা তার মধ্যে থাকে। কিন্তু কে বিশ্বস্ত বা কার ওপর বিশ্বাস করবেন তা নির্ভর করে আরেকজন মানুষের সততার ওপর। আমাদের নিজের ‘ন্যাচেরাল অ্যাকসেপট্যান্স’ থাকা দরকার সবকিছুতে। আমরা যখন সব প্রকৃতির অংশ হিসেবে ভেবে নিবো, তখন কারও বিশ্বাসভঙ্গের ঘটনা আমাদের কষ্ট দেবে না।
Leave a Reply