আন্তর্জাতিক ডেস্ক: বেঁচে আছেন ছোটা রাজন তাঁর মারা যাওয়ার খবর ভুয়ো৷
শুক্রবার দুপুরে আচমকা খবর ছড়ায় কোভিডে মারা গিয়েছেন অপরাধ জগতের কুখ্যাত মাফিয়া ছোটা রাজন৷ করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর চিকিৎসা চলছিল দিল্লি এইমসে৷ সেখানেই নাকি মৃত্যু হয় কুখ্যাত ডনের৷ খবরটি দাবালনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়সহ কয়েকটি অখ্যাত কথিত টিভি অনলাইন পোর্টালে এইমসের তরফে খবরটি ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়৷ বলা হয়েছে, ছোটা রাজন এখনও বেঁচে আছেন৷ এইমসে তাঁর চিকিৎসা চলছে৷
২০১১ সালে সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলায় নাম জড়ায় ছোটা রাজনের৷ ভারত থেকে পালিয়ে তিনি থাকছিলেন ইন্দোনেশিয়ার বালিতে৷ কিন্তু ২০১৫ সালে কড়া নিরাপত্তায় তাঁকে দেশে ফিরিয়ে আনে ভারত সরকার৷ ২০১৮ সালে সাংবাদিক হত্যা মামলায় ছোটা রাজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে আদালত৷
ছোটা রাজনের পুরো নাম রাজেন্দ্র নিরালজে৷ অপরাধ জগতে নামার পরই ছোটা রাজন নামে তাকে চিনতে শুরু করে মাফিয়ারা৷ তাঁর মাথায় ৭০টির বেশি ক্রিমিন্যাল কেস ঝুলছিল৷ ২০১৫ সালে ভারতে ফিরিয়ে আনার পরই ৬১ বছর বয়সী কুখ্যাত ডনের ঠাঁই হয় তিহার জেলে৷ জানা গিয়েছে, গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হন ছোটা রাজন৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লি এইমসে৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ কোভিডের কারণেই গত মাসে একটি মামলার শুনানিতে তাঁকে ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করা যায়নি৷
Leave a Reply