বাস্তবতার ডায়েরী: হাসা খুবই সহজ। ইচ্ছে করলেই কি কখনো হাসা যায়! ইচ্ছে করলেওতো চোখে জল নিয়ে আসা যায় না। কান্নাটা ভেতর থেকে আসতে হয়।
অনুভূতি ছাড়া কান্না আসে না।
কতোটা কষ্ট পেলে চোখে জল আসে?
যার জন্য কান্না করি সে বুঝে না তাকে কতোটা ভালোবাসি। কতোটা ভালোবাসলে একটা মানুষের জন্য অন্য একটা মানুষ কান্না করতে পারে। এমন কি করেছি আমি?
শুধু তো তোমাকে ভালোবেসেছি। আর তো কিছু করিনি। বিয়েও করতে বলিনি, ভালোবাসি বলে শুধু একটু কথা বলতে চেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চেয়েছি। তোমার একটু খেয়াল রাখবো বলে প্রতিদিন যোগাযোগ রাখতে চেয়েছি।
তুমি কেমন আছো জানার জন্য প্রতিদিন ম্যাসেজ দিতে চেয়েছি। এইগুলোই কি আমার অপরাধ ছিল?
ভালোবাসাও কি আজকাল অপরাধ হিসাবে গণ্য হয়? ভালোবাসি বলেই তো আমি তোমার খবর না নিয়ে থাকতে পারিনা।
তোমার খবর না জানতে পারলে আমার ভালো লাগে না। কেমন আছো না জানলে আমার অস্থির লাগে। এইগুলো কি আমার অপরাধ বল?
হুম আমি জানি ভালোবাসাটাই আমার অপরাধ!
তোমার কাছে আমি একটা ফালতু ছেলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো। তোমার জন্য একটা সুখবর হল, আজ থেকে আমি নিজেও নিজেকে ঘৃণা করি, শুধু ঘৃণা না, প্রচণ্ড ঘৃণা করি। তুমি আমাকে অনেক আগেই চিনে ফেলছ, আমার নিজেরই নিজেকে চিনতে লেট – দেরী হয়ে গেল। কিন্তু কি করবো বল নিজেকে ঘৃণা করলেও তোমাকে যে প্রচণ্ড ভালোবাসি।
যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে তো আর ইচ্ছে করলেই ভুলা যায় না। আর আমি একদমই ফালতু একটা ছেলে, কিচ্ছু পারি না। কিন্তু অবাক করা বিষয় হল আমি কিচ্ছু না পারলেও শুধু তোমাকে ভালোবাসতেই পারি। তাই আমার পক্ষে তোমাকে ভুলে থাকাটাও সম্ভব হবে না। যতদিন বেঁচে থাকবো প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তোমাকে ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো।
Leave a Reply