প্রেস বিজ্ঞপ্তি: একমাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর। এটি আমাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। যদিও করোনা মহামারীর কারণে আমরা যথাযথ ভাবে এই উৎসবটি পালন করতে পারছি না; তথাপি যেন আনন্দের কোনো ঘাটতি নেই।
মহামারী করোনায় বিগত এক বছরের বেশি সময়কালে আমরা আমাদের অনেক নিকট জনকে হারিয়েছি। তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন পবিত্র মাহে রমজানের উছিলায় আমাদের কবুল করেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারের বিধিনিষেধ মেনে চলুন। ইদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সংগঠনের কেন্দ্রসহ সকল শাখার নেতৃ্ৃবৃন্দ, ১৪ দফার সমর্থক ও শুভান্যুধায়ীদের প্রতি পবিত্র ইদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, জার্নালিস্ট শেল্টার হোমের সাথে সংশ্লিষ্ট সকলকে ইদের শুভেচ্ছা জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ত্যাগের মহিমায় আমরা এগিয়ে যাবো। সকল ক্ষোভ, কষ্ট, না পাওয়ার বেদনাকে ভুলে গিয়ে নতুন উদ্যমে ১৪ দফার আন্দোলনকে এগিয়ে নিতে হবে। উৎসাহ উদ্দীপনার সাথে ইদ উল ফিতর উদযাপন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ইদ মোবারক।
Leave a Reply