নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আবারও আন্তজেলা বাস চালানোর সুযোগ দেয়ার দাবিতে ঈদের দিনে এই অবস্থান কর্মসূচি পালন করছি।’
স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলা বাস চালুর দাবিতে বিক্ষোভ করেছেন জয়পুরহাটের পরিবহন শ্রমিকরা।
ঈদের দিন বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়ন।
দেড় ঘণ্টাব্যপী সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ঈদের সময় আন্তজেলা বাস চলাচলে নিষেধাজ্ঞা, এমন দুর্বিষহ দিন কখনোই আসেনি। আমরা সরকার কে বলেছিলাম, সংক্রমণ যাতে না বাড়ে, সে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গাড়ি এক জেলা থেকে অন্য জেলায় যাবে।
‘সামাজিক দূরত্ব মানার বিষয়টিও নিশ্চিত করা হবে। কিন্তু সরকার আমাদের কথা শুনল না। আমাদের আন্তজেলা গাড়িগুলো চালানোর অনুমতি দিলেন না।’
তিনি আরও বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আবারও আন্তজেলা বাস চালানোর সুযোগ দেয়ার দাবিতে ঈদের দিনে এই অবস্থান কর্মসূচি পালন করছি।’
চলমান লকডাউন আরও এক দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করে প্রতি জেলার অভ্যন্তরে বাস চালুর সিদ্ধান্ত গত ৩ মে দিয়েছে সরকার। তবে আন্তজেলা বাস চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকরাও ঈদের দিন অবস্থান কর্মসূচি পালন করেছে।
শহরের ঢাকা বাসস্ট্যান্ডে শুক্রবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি হয়।
জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের এই কর্মসূচিতে দূরপাল্লার গণপরিবহন চালু, কর্মহীন শ্রমিকদের আর্থিক ও খাদ্য সহায়তা দেয়াসহ পাঁচ দফা দাবি তোলা হয়।
Leave a Reply