নিজস্ব প্রতিবেদক: জ্যেষ্ঠ সাংবাদিক ও ডেইলি অবজারভারের যুগ্ম বার্তা সম্পাদক খোন্দকার ফজলুর রহমান ফিউরি আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শনিবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
দি ডেইলি অবজারভারের প্রধান প্রতিবেদক মো. মহসীনুল করিম ঢাকা পোস্টকে বলেন, প্রয়াত খন্দকার ফজলুর রহমান ফিউরি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দি ডেইলি অবজারভারের ইন্টারন্যাশনাল ডেস্কের ইনচার্জ ছিলেন। ফজলুর রহমানের মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে নেওয়া হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অবজারভার পরিবার।
Leave a Reply