নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতারের দাবিতে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ইসরাইল যেখানে পরিকল্পিত ভাবে ফিলিস্তিনের নারী, শিশুসহ সবাইকে পশুর মতো হত্যা করছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে বিএনপি ইসরাইলের সাথে আতাত করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিঁনি আরো বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, যারা ইসরাইলী সহায়তায় এদেশে জঙ্গী ও আইএস প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানানন।
ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে সম্প্রতি নয়াদিলি্লতে সাক্ষাৎ করেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী (মাঝে) সংগৃহীত
বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ণ পরিষদের সভাপতি কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আনন্দ কুমার সেন, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।
Leave a Reply