নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি অন্যায় ভাবে হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছেন বিদিশা এরশাদ।
সোমবার (১৭ মে) তার নিজস্ব ফেসবুক পেইজে এক বিবৃতিতে দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।
বিদিশা এরশাদের ফেসবুকে স্ট্যাটাস
বিবৃতিতে বিদিশা এরশাদ বলেন, ‘রোজীনা ইসলামকে অত্যাচার করার জন্য তীব্র নিন্দা জানাই। সমস্ত সাংবাদিকরা এক থাকলে রোজিনা ইসলামকে আজকে রাতের মধ্যেই থানা থেকে মুক্ত করা সম্ভব। সব সাংবাদিক ভাই-বোনেরা দয়া করে ঐক্যবদ্ধ থাকুন।’
এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলামের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক আরও বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’
Leave a Reply