নাজনীন সুলতানা, নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের নাম জাহিদ হাসান শুভ (১০) ও মো. ওমর (৮)। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই। জাহিদ হাসান শুভ ভুরভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও মোহাম্মদ ওমর মুরাদনগর উপজেলার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী জিয়াউর রহমান ছেলে জাহিদ হাসান শুভ ও তার ফুফাতো ভাই কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নোয়াগ্রামের বাহাউদ্দিন মিয়ার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. ওমর বিকালে বর্ষার পানিতে মরদাঙ্গির খালে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়।
পরে তাদের এলাকাবাসী উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহম্মেদ জানান, ভুরভুরিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক।
Leave a Reply