নিজস্ব প্রতিবেদক: পুরনো প্রেম জেগে উঠল নাজনীন সুলতানার। আক্ষেপের সুরে জানালেন তার সেই ভালোবাসার কথা!
আমাদের সম্পর্কের যখন আট মাস চলছিলো , তখন আমার প্রেমিক তার প্রাক্তন প্রেমিকার সাথে সবেমাত্র বিচ্ছেদ করে …
তাহলে কি বলবো , আমার প্রেমিক দুজনের সাথে একসাথে সম্পর্ক রেখেছিল , আমার প্রেমিক একজন বেইমান নাকি তাদের দুজনের মধ্যে আমার অবাঞ্ছিত প্রবেশ…?
আমার প্রেমিক আমার হাত ধরে বলেছিলো তাকে না ছেড়ে যাওয়ার কথা , আমাদের সম্পর্ক চলাকালীন অন্য কারোর কাছে ও সে এই এক কথা বলেছে…
তাহলে কি বলবো আমার প্রিয় মানুষ বেইমান নাকি আমি তাকে ভালোবাসা দিতে পারিনি তাই সে অন্যের কাছে ভালোবাসা খুঁজেছে…
আমাকে নিজের স্ত্রী ভেবে ভালোবেসেছে.., বাচ্চাদের নাম ঠিক করেছে , যাদের কোনো অস্তিত্ব নেই অথচ সেই বাচ্চাদের সাথে গল্প করেছে …
আবার অন্য ঘরে সেই এক আলো খুঁজেছে…সেই একই ভাবে অন্য কাউকে নিজের অর্ধাঙ্গিনী করবে বলে কথা দিয়েছে…
তাহলে কি আমার প্রেমিক বেইমান নাকি আমি তার অর্ধাঙ্গিনী হওয়ার যোগ্য নই…??
বৃষ্টি তে একসাথে ভিজতাম, আমাকে জড়িয়ে রাখতো যাতে আমার ঠান্ডা না লাগে , অথচ আবার ও অন্য কাউকে সেই একভাবে আগলে রেখেছে., অন্য কাউকে বৃষ্টিতে সে জড়িয়েছে..
তাহলে আমি কি বলবো ..
সে কি আমাকে ভালোবাসেনি নাকি সবাইকেই ভালোবেসেছে..??
হয়তো সে সবাইকে একই গুরুত্ব দিতে চেয়েছে বা হয়তো সবই অভিনয় ।
আমি তাকে ভালোবেসেছি , যাকে ভালোবাসবো তার কাছ থেকে প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক…আমার ও ছিলো কিন্তু আমার প্রেমিক সব মিথ্যে করে দিয়েছে…
তাহলে কি আমার প্রেমিক বেইমান নাকি শুধু সময়ের ভুল ছিলো.?
আমার প্রেমিক একজন ভুল মানুষ নাকি সময়ের দোহাই মাত্র..
Leave a Reply