শরিফুল আলম চৌধুরী ও নাজনীন সুলতানা: কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১টি পাসপোর্ট, নগদ ১৭ হাজার৭শ টাকা, প্রভাষক ও চেয়ারম্যানের নকল সিল জব্দ করা হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ।
আটককৃতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার নোয়াপাড়া এলাকার বাশারুল ইসলাম বাবুলের ছেলে সাহেদ ইসলাম পলাশ, একই এলাকার মৃত আনু মিয়ার ছেলে ওলি উল্লাহ ও মানিক মিয়ার ছেলে সাইম আল মামুন।
পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তির নোয়াপাড়া এলাকার কাজী রাইয়্যান এন্টারপ্রাইজ, মানিক এন্টারপ্রাইজসহ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পাসপোর্টসহ তিন দালালকে আটক করা হয় ।
Leave a Reply