শোক সংবাদ: চলে গেলেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল আহমেদ
প্রকাশকাল:
বুধবার, ৩০ জুন, ২০২১
নিজস্ব প্রতিবেদক: ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল আহমেদ গত ২৮শে জুন সোমবার ভোরে মেরীল্যাণ্ডে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যা রেখে গেছেন। তিনি দীর্ঘ ৩৫ বছর ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে কাজ করেছেন। এর পাশাপাশি সাহিত্য এবং সঙ্গীত চর্চাতেও তিনি সক্রিয় ছিলেন।
তাঁর জন্ম হয়েছিল পুরানো ঢাকায় এক বনেদী পরিবারে ১৯৩৯ সালের ৯ই অক্টোবর। ইকবাল আহমেদের বড় ভাই প্রয়াত ইশতিয়াক আহমেদও ভয়েস অফ আমেরিকা বাংলার সাবেক প্রধান ছিলেন। ইকবাল আহমেদের মৃত্যুতে ভয়েস অফ আমেরিকা কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার ২৯শে জুন মেরিল্যান্ডের এম সি সি মসজিদে তাঁর জানাজার নামাজ শেষে, তাঁকে জর্জ ওয়াশিংটন কবরস্থানে সমাধিস্থ করা হয়।
Leave a Reply