নাজনীন সুলতান, ভ্রাম্যমান প্রতিবেদক: দৈনিক নয়া দিগন্তের মুরাদনগর উপজেলা সংবাদদাতা ও মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল আউয়াল সরকার (৫৪) শনিবার সকাল সাড়ে ৭টায় মুরাদনগর মাস্টার পাড়া নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘ দিন বিভিন্ন রোগে ভুগছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। শনিবার বাদ জোহর মুরাদনগর কেন্দ্রীয় মাদরাসা ময়দানে মরহুমের প্রথম জানাজা শেষে বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি জাহাপুর ইউনয়িন রাণী মুহুরি হাফেজিয়া ও এতিমখানা মাদরাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে হবে বলে জানা গেছে।
মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply