কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশ্রাফের অবস্থা সঙ্কটাপন্ন : হাসপাতালে ভর্তি
প্রকাশকাল:
মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
নাজনীন সুলতানা, বিশেষ প্রতিবেদক: কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সংসদ সদস্য আলী আশরাফের ব্যক্তিগত সহকারী জানান, তিনি করোনায় আক্রান্ত নন। পিত্তথলিতে পাথর থেকে ইনফেকশনজনিত কারণে তার অবস্থা জটিল হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
গতকাল আলী আশরাফের অবস্থা আরো জটিল হয়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। কুমিল্লার সংসদ সদস্য আলী আশরাফ ৯ম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply