নাজনীন সুলতানা, বিশেষ প্রতিবেদক: দৈনিক ভোরের পাতা সাতক্ষীরার স্টাফ রিপোর্টার সদরুল কাদির শাওন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) সিবি হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৩৭ মিনিটে তিনি মারা জান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুনাগ্রাহী রেখে গেছেন।
ভোরের পাতা সাতক্ষীরার স্টাফ রিপোর্টার সদরুল কাদির শাওনের অকাল মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফসহ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা ও দ্যা ডেইলী পিপলস্ টাইম পত্রিকার সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক ড.কাজী এরতেজা হাসান শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
আজ সকাল ১০টায় মরহুমের নামাজে জানাজা সাতক্ষীরা শহরের নারকেলতলা থানাঘাটা ব্রীজের পাশে তার পিতার নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে সাতক্ষীরাবাসী।
উল্লেখ্য, সাংবাদিক সদরুল কাদির শাওন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের একজন ছাত্র ছিলেন। ছোটকাল থেকেই ডানপিটে স্বভাবের। নেশা হিসেবে যোগ দেন সাংবাদিকতায়। নিজেই তিল তিল করে গড়ে তুলেছিলেন দৈনিক আলোর যাত্রা পত্রিকা, নিজেই সম্পাদক ও প্রকাশক। একটি ব্যবসাও ছিল তার। মেধার মুল্যায়ন হিসেবে গত ১৪ই ফেব্রুয়ারীতে দৈনিক ভোরের পাতা ও দ্যা ডেইলী পিপলস্ টাইম পত্রিকার সম্পাদক ড.কাজী এরতেজা হাসান নিজেই তাকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ দেন।
কিছুদিন পূর্বে করোনা পজিটিভ হয়ে প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Leave a Reply