সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের মৃত্যুতে হুইপ স্বপনের শোক প্রকাশ
প্রকাশকাল:
শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
শরিফুল আলম চৌধুরী: সাবেক ডেপুটি স্পিকার ও জাতীয় সংসদে সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান বর্ষীয়ান পার্লামেন্টেরিয়ান অধ্যাপক আলী আশরাফ এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বিবৃতিতে তিনি বলেন, আলী আশরাফের মত একজন জ্ঞানী, চৌকষ ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানের মৃত্যুতে দেশের সংসদীয় গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
হুইপ স্বপন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও তাঁর অসংখ্য স্বজন-গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply