মুনিয়া হত্যাকাণ্ডে সোচ্চার থাকায় ক্ষুব্ধ হয়ে সম্পাদক পরিষদ থেকে নঈম নিজামের পদত্যাগ
প্রকাশকাল:
শনিবার, ৩১ জুলাই, ২০২১
নিজস্ব প্রতিবেদক: ডেইলি স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম মুনিয়া হত্যাকাণ্ডের পর থেকেই তার সম্পাদিত ডেইলি ষ্টার পত্রিকায় সাহসিকতার সাথে বসুন্ধরা গ্রুপের রক্তচক্ষু উপেক্ষা করে সংবাদ প্রকাশ করে আসছেন।
মাহফুজ আনামের এ ধরণের সৎ ও সাহসী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে বসুন্ধরা গ্রুপের বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক আনভীর সোবহানের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম গতকাল পদত্যাগ করেছেন সম্পাদক পরিষদ থেকে।
নঈম নিজাম দাবি করেন মাহফুজ আনামের কর্মকান্ড “গঠনতন্ত্রবিরোধী” এবং “অনৈতিক”এবং তার এ ধরণের কর্মকান্ডের প্রতিবাদে তিনি পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, ‘উদ্ভূত কিছু পরিস্থিতির কারণে সম্পাদক পরিষদের সভাপতির সঙ্গে নীতিগত মনোভঙ্গি একমত না থাকার কারণে আমি সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
Leave a Reply