মন্দির পরিদর্শনসহ নগদ অর্থ ও পূঁজা সামগ্রী বিতরণ করলেন সাবেক সাংসদ সাবিনা আক্তার তুহিন
প্রকাশকাল:
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
শরিফুল আলম চৌধুরী: দুর্গা পূজার অষ্টমীতে ঢাকার বিভিন্ন মন্দির পরিদর্শন, দুস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র মাস্ক, নগদ অর্থসহ লাডু বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) ও ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন।
এ সময় সাবিনা আক্তার তুহিন বলেন, পূঁজায় এসে সত্যি আমি অভিভূত হয়েছি। বাংলাদেশের মানুষ মনে প্রাণে ধর্ম লালন করে‘‘ ধর্ম যার যার উৎসব সবার’’, প্রকৃত অর্থে সরকার এই বক্তব্যকে সমর্থন করে। এ জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি দূর্গা পুজা উপলক্ষে প্রশাসনের নেয়া নিরাপত্তার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন
Leave a Reply