শরিফুল আলম চৌধুরী: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের
ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ফোন করে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে একটি প্রতারক চক্র।
শুক্রবার তার মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সচেতনতা তৈরিতে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পেজ থেকে জানানো হয়, শুক্রবার শেখ পরশের ব্যবহৃত মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও কার্যালয়ে ফোন দিয়ে টাকা দাবি করাসহ বিভ্রান্ত ছড়াচ্ছে।
নম্বরটি ক্লোনের পর সর্বসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। ফেসবুক আইডিসহ বিভিন্ন পেজেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
Leave a Reply