শরিফুল আলম চৌধুরী: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইম পত্রিকার প্রকাশক ও সম্পাদক, দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এফবিসিসিআই’র পরিচালক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহসভাপতি ড. কাজী এরতেজা হাসান সিআইপি।
এক শোক বার্তায় ড. কাজী এরতেজা হাসান বলেন, অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন সিআইপি ড. কাজী এরতেজা হাসান।
আজ রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।
অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
Leave a Reply