শরিফুল আলম চৌধুরী: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, যারা ধর্মকে ব্যবহার করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়, যারা ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তারাই পূজা মন্ডপে হামলা করে। হামলাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।
এই চিহ্নিত করার কাজ শুধু শেখ হাসিনার নয়, এই কাজ দেশের সকল মানুষের।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরের জেএমসেন হলে চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে তিনি এসব কথা বলেন।
হামলাকারীদের রাজনৈতিক মতলব কি প্রশ্ন রেখে বিপ্লব বড়ুয়া বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাস মেনে নেওয়া হবেনা। প্রতিটি ধার্মিক মানুষের কাজ হচ্ছে অধার্মিক মানুষকে চিহ্নিত করে থানায় নিয়ে যাওয়া।
আর যারা ফেসবুকে মিথ্যা গুজব ছড়ায় তাদেরকেও চিহ্নিত করতে হবে। আমাদের মধ্যেও অনেক লোক ঢুকে পড়েছে।
মতলববাজ লোক যারা ধর্মকে ব্যবহার করে আদর্শের চেয়ে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়। এদেরকেও চিহ্নিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য আরমা দত্ত, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া প্রমুখ।
[…] online casino vegas technology […]