শরিফুল আলম চৌধুরী: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি।
বুধবার (১০ নভেম্বর) সকালে গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মহানগরসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।
শহীদ নূর হোসেন দিবস বাংলাদেশের একটি জাতীয় দিবস। ১৯৮৭ সালের এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের স্মরণে প্রতি বছর ১০ নভেম্বর দিনটি পালন করা হয়।
নূর হোসেন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে যোগ দেন এবং পুলিশের গুলিতে নিহত হন।
বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নূর হোসেন নিহত হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখে।
দিনটিকে প্রথমে ‘ঐতিহাসিক ১০ নভেম্বর’ হিসেবে পালন করা হলেও আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনগুলো দিনটিকে ‘নূর হোসেন দিবস’ হিসেবে পালন করে থাকে।
Leave a Reply