শরিফুল আলম চৌধুরী: আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগকে চাঙা রাখতে কেন্দ্রের বিভাগীয় টিম সফরে নেমেছেন। বিভিন্ন জেলায় বর্ধিত সভাও করেছেন।
তারাই ধারাবাহিকতায় সংগঠন গোছাতে নেতারা ২৫-২৭ নভেম্বর চট্টগ্রাম আসছেন।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
তিনি বলেন, চট্টগ্রামে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা আগামী ২৫-২৭ নভেম্বর চট্টগ্রামে আসার কথা রয়েছে।
জানা গেছে, নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগকে চাঙা করতে আগামী ২৫-২৭ নভেম্বর চট্টগ্রাম আসছেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমসহ অন্যরা।
এ সময় নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভা করার কথা রয়েছে। সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগও আসছেন।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করতে পারেনি যুবলীগ।
২০১৩ সালের ১৩ জুলাই মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমনকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য ১০১ সদস্যের নগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ সাড়ে ৮ বছর হলেও এখনো পূর্ণাঙ্গ হয়নি কমিটি। ৮ বছর ধরে যুবলীগের নতুন নেতৃত্ব যেমন গড়ে উঠেনি, তেমনি সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে।
নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে তারা জড়িত। কিন্তু এক কমিটিতেই যদি সাড়ে ৮ বছর পার হয়ে যায় তাহলে পদ পাবে কখন। যদি দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা সম্ভব হয় অনেক নেতা-কর্মীর মধ্যে প্রাণসঞ্চার হবে। নতুনভাবে উদ্দীপ্ত হবে সংগঠন।
Leave a Reply