শরিফুল আলম চৌধুরী : ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, এফবিসিসিআই এর সাবেক সফল সভাপতি, ডি-৮ চেয়ারম্যান, ‘Indian Ocean Rim Association Business Forum’ (IORABF) এর চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম।
শনিবার সন্ধ্যায় শেখ ফজলে ফাহিমের ভেরিফায়েড ফেসবুক থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রুপের শীর্ষে থেকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা জায়গা করে নেয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়ে শেখ ফজলে ফাহিম বলেন, আমাদের মেয়ে ক্রিকেটাররা তাদের খেলায় অনবদ্য নৈপুণ্য পারদর্শিতা দেখিয়েছেন। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
করোনার নতুন ধরণের কারণে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়াটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ নারী দলের জন্য। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সালমা খাতুন, জাহানারা আলমরা।
শনিবার আইসিসি জিম্বাবুয়েতে চলমান বাছাইয়ের টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দেয়। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাতিলের পরপরই এই সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ এখন পর্যন্ত খেলেনি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে। এর আগে দুইবার বাছাইপর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়েছে।
Leave a Reply