শরিফুল আলম চৌধুরী: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক-সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণির জন্মদিন আজ শনিবার (৪ ডিসেম্বর)। প্রতিভাবান রাজনীতিক শেখ মণি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
শেখ মণির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে যুবলীগ। এর মধ্যে আজ সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ মণি ও ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দলটি। এছাড়া বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ‘শেখ ফজলুল হক মণি : সৃষ্টিশীল তারুণ্যের প্রতীক’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। প্রধান আলোচক ওয়ার্ল্ড ইউভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এ সময় দোয়া ও মুনাজাতের আগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, এফবিসিসিআই এর সাবেক সফল সভাপতি, ডি-৮ ও ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরামের (আইওআরবিএফ) চেয়ারম্যান এর চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম বলেন, শেখ ফজলুল হক মনি বাংলার অন্যতম চিন্তানায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান অনন্য। মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন তিনি। যুব সমাজকে আলোর পথে ফেরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ যুবলীগের প্রতিষ্ঠা করেন। তিনি রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
Leave a Reply