শরিফুল আলম চৌধুরী: বিএনপি কখনো ভোটের রাজনীতি করে ক্ষমতায় আসতে পারেনি। ২ বছর পর নির্বাচন। আপনারা দেখেছেন গত ২ বছর বিএনপি-জামায়াত কিভাবে ষড়যন্ত্র করে আসছে। তবে আমার বিশ্বাস বিএনপি-জামায়াতকে প্রতিহত করার জন্য যুবলীগই যথেষ্ট। আমরা এসেছি কুমিল্লা মহানগর যুবলীগের কথা শুনতে এবং যাতে মহানগর যুবলীগ আরো সংগঠিত হতে পারে। সে বিষয়ে আপনাদের বলতে। দেশের যুবলীগের প্রত্যকটা ইউনিটকে শক্তিশালী আমাদের কাজ করতে হবে। যদি সংগঠন শক্তিশালী হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী’র হাত শক্তিশালী হবে এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য। শুক্রবার বিকেলে কুমিল্লা মহানগর যুবলীগের আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
তিনি আরও বলেন, “২২ বার আমাদের নেত্রীর উপর হামলা করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। বিএনপি’র হাতে কোন রাজনৈতিক কার্ড নেই। তারা কখনো রাজনীতি করেনি। বর্তমানে বেগম খালেদা জিয়া’র অসুস্থাকে কার্ড বানিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছে। কতটা ভঙ্গুর হলে একটা রাজনৈতিক দল এ কাজটা করতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী’র লক্ষ-কোটি’র সৈনিকরা দাড়িঁয়ে আছে। তাদের এসব ষড়যন্ত্রকে প্রতিহত করতে।”
বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল। এসময় উপস্তিত ছিলেন, আওয়ামী যুবলীগের সহ-সাধারণ সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি ও ডা. মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া রাফি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, মো. এহসানুল হক, মো. শাহাদাত হোসেন, মো. জসিম উদ্দিন, মো. রাকিব উদ্দিন, মোহাম্মদ ইসমাইলসহ যুবলীগের মহানগর নেতৃবৃন্দ।
কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর আল আমিন সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ।
Leave a Reply