শরিফুল আলম চৌধুরী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় মাসব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সকাল ১০টায় মুরাদনগর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন।
ওইদিন বিকাল ৩ ঘটিকার সময় কুমিল্লা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পরিচালিত শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ।
১৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শণী। ২০ ডিসেম্বর সোমবার দুপুর ১টায় এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। ২৪ ডিসেম্বর শুক্রবার রাতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ।
উল্লেখিত সকল কর্মসূচী কুমিল্লা উত্তর জেলা যুবলীগের অন্তর্ভূক্ত সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সমূহে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে যথাযথ মর্যাদায় বিজয় দিবসের কর্মসূচী পালন করার জন্য আহ্বান জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী সাংবাদিক শরিফুল আলম চৌধুরী।
Leave a Reply