শরিফুল আলম চৌধুরী: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, এফবিসিসিআই এর সাবেক সফল সভাপতি, ডি-৮ ও ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরামের (আইওআরবিএফ) চেয়ারম্যান এর চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম।
সোমবার এক শোকবার্তায় শেখ ফজলে ফাহিম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
উল্লেখ্য, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply