শরিফুল আলম চৌধুরী: বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত বিজয় দিবস অ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টিলস স্কোয়াশের পুরুষ উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মো. শহীদ ও নারী উন্মুক্ত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মারজান মনিকা।
সোমবার গুলশান ক্লাবে অনুষ্ঠিত পুরুষ উন্মুক্ত বিভাগের ফাইনালে মো. সুমনকে হারিয়েছেন মো. শহীদ ও নারী উন্মুক্ত বিভাগে ফাইনালে সুনিতাকে হারিয়েছেন মারজান মনিকা।
সদস্যদের মধ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফায়াজ রহমান, মেয়েদের অনূর্ধ্ব-১৮ তে রিয়াজুল জান্নাত, ছেলেদের অনূর্ধ্ব-১৫ তে পারভেজ করিম, মেয়েদের অনূর্ধ্ব-১৫ তে সুহায়লা প্রিয়তা চ্যাম্পিয়ন হয়েছেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ফারুক খান এমপি। এ সময় গুলশান ক্লাবের সভাপতি রফিকুল আলম হেলাল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের গ্রুপ ডিরেক্টর সায়ান সিরাজ ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply