শরিফুল আলম চৌধুরী: জাহাঙ্গীর কবির নানক বিএনপির উদ্দেশে বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন, যাবেন কি না আপনাদের সিদ্ধান্তের ব্যাপার। তবে কমিশন গঠন প্রক্রিয়ার পথে কোনো বাধা বা ষড়যন্ত্র সহ্য করা হবে না।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে বিএনপিকে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগের এক অনুষ্ঠানে তারা এ হুঁশিয়ারি দেন।
শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তারা নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন।
নানক বিএনপির উদ্দেশে বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন, যাবেন কি না আপনাদের সিদ্ধান্তের ব্যাপার। তবে কমিশন গঠন প্রক্রিয়ার পথে কোনো বাধা বা ষড়যন্ত্র সহ্য করা হবে না।’
তিনি বলেন, ‘এই বাংলাদেশে মতিউর রহমান নিজামীরা গাড়িতে করে ঘুরে বেড়িয়েছেন। রাষ্ট্র পরিচালনা করেছেন। মন্ত্রী হিসাবে তাদের লাল-সবুজের পতাকা গাড়িতে ওড়ানোর সুযোগ করে দিয়েছিল কারা? তাদেরকে ভুলে গেলে চলবে না।’
আবদুর রহমান বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের ষড়যন্ত্র করে। তবে দলটি পেছনের দরজা দিয়ে যেকোনো উপায়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। এসব স্বাধীনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’
তিনি বলেন, নির্বাচন কমিশন হবে স্বচ্ছ। সে লক্ষ্যে সংবিধানের আলোকে রাষ্ট্রপতির সঙ্গে সব দলের সংলাপের মাধ্যমে ইসি গঠন হচ্ছে। তারপরও একটি দল সেই সংলাপের বিরোধিতা করে ষড়যন্ত্র করছে।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, এ কে এম আজিম, খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।
Leave a Reply