শরিফুল আলম চৌধুরী : কক্সবাজার শহীদ শেখ কামাল স্টেডিয়ামে ৩ দিনব্যাপী শহীদ শেখ ফজলুল হক মণি টি-১০ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্ট শুরু হয়।
ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
অনুষ্ঠানে শেখ ফজলে শামস পরশ এক অডিও বার্তার মাধ্যমে বলেন, যুবলীগ রাজপথের রাজনীতির পাশাপাশি মানবিক-সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্বাসী। এই ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজ অনুপ্রাণিত হোক, সৃজনশীল বিনোদন পাক-এটাই আমাদের প্রত্যাশা। কোভিড-১৯ এর কারণে সামাজিকভাবে আমাদের বিনোদনের মাধ্যমগুলো বন্ধ হয়ে গেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বিনোদন পিপাসু মানুষ বিনোদন পাক, সেই উদ্দেশ্য থেকে আমাদের এই আয়োজন।
টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে-ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি।
ভিডিও বার্তার মাধ্যমে শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি: ইত্তেফাক
ভিডিও বার্তার মাধ্যমে শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি: ইত্তেফাক
গত ১২ জানুয়ারি টুর্নামেন্টের গালা নাইট অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শবনম জাহান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ক্রীড়া সম্পাদক নিজামুদ্দিন চৌধুরী পারভেজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী সদস্য গিয়াসউদ্দিন আজম, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও বিশিষ্ট ধারাভাষ্যকার আতাহার আলী খান।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাবেক ক্রিকেটার হালিম শাহর সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, টুর্নামেন্টের বিভিন্ন দলের পক্ষে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, বিকাশ রঞ্জন দাস, বিকেএসপির এক ঝাঁক নতুন মুখ ও ডিভিশন লীগের অনেক প্রতিশ্রুতিশীল খেলোয়াড় অংশগ্রহণ করছে। খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস।
Leave a Reply