শরিফুল আলম চৌধুরী : যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম বলেছেন, সম্প্রতি কক্সবাজারে বিএনপির ডাকা মহাসমাবেশকে জনশূণ্য করে দিয়েছে যুবলীগ। এভাবে সারাদেশে বিএনপির অপচেষ্টাকে রুখে দিতে মাঠে রয়েছে যুবলীগ।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে কক্সবাজার জেলা যুবলীগ আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শেখ ফজলে ফাহিম বলেন, পাকিস্তানি প্রেতাত্মারা এখনো মাথা উঁচিয়ে চলাফেরা করছে। যার প্রমাণ দেখা যায়, স্টেডিয়ামে পাকিস্তানি পতাকা হাতে ধরে উল্লাস করে। এই প্রেতাত্মাদের রুখে দিতে যুবলীগ মাঠে থাকবে।
জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র মুজিবুর রহমান, সাংসদ আশেক উল্লাহ রফিক। অনুষ্ঠানের শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply