শরিফুল আলম চৌধুরী : ঢাকা আইনজীবী (বার) সমিতির নির্বাচনে সভাপতি পদে মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো.ফিরোজুর রহমান মন্টু নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছে সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নাহিদ সুলতানা যুথী।
গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি নবনির্বাচিত সকলকে অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতি দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় গৌরবময় ভূমিকা পালন করে এসেছে। সদ্য নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বলিষ্ঠ নেতৃত্বে আইনাঙ্গনের দুর্নীতি রোধে ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক শক্তি হিসেবে কাজ করতে সম্পূর্ণরূপে সক্ষম হবেন।
উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২০২২-২০২৩ এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল বিজয়ী হয়েছে। মোট ২৩ পদের বিপরীতে সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ টি পদ পেয়েছে। সাদা প্যানেলের যারা নির্বাচিত হলেন তারা হলেন।
সভাপতি -মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি – মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি – একেএম শফিকুল ইসলাম (স্বপন), সাধারন সম্পাদক মো.ফিরোজুর রহমান মন্টু, সিনিয়র সহ-সাধারন সম্পাদক -মো. ইমানুর রহমান, সহ -সাধারন সম্পাদক – মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী ( টিপু), ট্রেজারার মোহাম্মদ নূর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক – তাসলিমা ইয়াসমিন ( দীপা), দপ্তর সম্পাদক – মোহাম্মদ আরাকান মিয়া, ক্রীড়া সম্পাদক – মো. মনিরুজ্জামান খান (মনির), সদস্য, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স (৬৩৫৭)
আবু সুফিয়ান (৬২৬৭), গোলাম ইমাম হোসেন (৫৯৭৬), রাকিবুল ইসলাম রাকিব (৫৮৮৬), মো.সামিউল ইসলাম প্রিন্স(৫২৩২), আবুল বাশার (৫১০৬), মো. জাহাঙ্গীর আলম জাহিদ (৫০৮৫), সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা অনেক কষ্ট স্বীকার করে ভোট দিয়েছেন তাদেরও জানিয়েছন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Leave a Reply